অদ্য সকাল ১০ ঘটিকায় তৈমুন্নেছা গার্টেন এর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম উপস্থাপনায় বিদ্যায়ের অধ্যক্ষ আশফাক আহমদ চৌ: সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, লন্ডন কমিনিটি নেতা তৈমুন্নেছা কিন্ডার গাটেন এর পরিচালক আলহাজ্ব ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আলা উদ্দিন আলাব, মস্তাক আহমদ, আব্দুল হক লনু,, ময়নুল আলম খলিলুর রহমান চৌ:, জয়নুল হক, সহকারী শিক্ষক আজির উদ্দিন, আবুল কালাম, তানিম আহমদ,সুহাদা আক্তার, রুমানা বেগম, মৌসুমী পাল, নাছিমা বেগম রেদওনুল হক সহ আরও অনেকে।
আলোচনা সভার পূর্বে শহীদের শ্মরণে এক র্যালী বের হয়ে বারহাল ইউ:পি শহীদ মিনানে পুষ্প অর্পন করা হয়।