আলোর ঝলক কুইজ প্রতিযোগিতার উত্তরপত্র জমা দেয়ার শেষ সময় বাড়ানো হয়েছে। ১৫ অক্টোবর পযন্ত জমা দেয়া যাবে । কুইজের ড্র অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ড্র অনুষ্ঠিত হবে গণিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষে। প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্যরা এসব তথ্য জানিয়েছে। ২০টি লিখিত প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রথম পুরস্কার একটি উন্নতমানের ট্যাবলেট ট্যাবসহ পাঁচটি পুরস্কারের পাশাপাশি ৩০টি বিশেষ পুরস্কার থাকবে বিজয়ীদের জন্য। সমানসংখ্যক নম্বরপ্রাপ্ত একাধিক প্রার্থী হলে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তি।