স্বপন কুমার বিশ্বাস,ইছামতি কলেজ প্রতিনিধি:
“আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি”।”মহান আন্তর্জাতিক মাতৃভাষা – ২০১৮” উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ইছামতি ডিগ্রি কলেজ এ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে “শিক্ষক-কর্মচারী ও গভর্ণিংবডি” এবং “ছাত্র-ছাত্রী” কর্তৃক কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করা হয়। কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ জালাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিংবডির অন্যতম সদস্য মোঃ মকবুল হোসেন। উপস্থাপনায় ছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র দুলাল আহমদ ও রুহেল আমীন। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ মোঃ লুৎফুর রহমান, মোঃ শামসুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ বাহার, নিরঞ্জন পাল, শাহনেওয়াজ চৌধুরী, মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুল মুকিত, সুজিত দাস, স্বপন কুমার বিশ্বাস, হালিম আহমদ, সোহেল আহমদ। আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন অধ্যক্ষ মোঃ জালাল আহমদ, মোঃ লুৎফুর রহমান খান, মোঃ শামসুল ইসলাম, জনাব মোঃ নুরুজ্জামান ও বিএ ২য় বর্ষের ছাত্র শাহীন আহমদ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তিতে যারা অংশগ্রহণ করেছে তাদের পুরস্কার বিতরণ করে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।