বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে খলাছড়া দাখিল মাদ্রাসায় আলমারি প্রদান করা হয়েছে।
বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে পরিষদের দেশের প্রতিনিধি মাওলানা এখলাছুর রহমান, জিল্লুর রহমান, খসরুজ্জামান, মুনিম আহমদ ও সাবু আহমদ আলমারিটি প্রদান করেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আব্দুল কালাম এর কাছে।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খলাছড়া এলাকার বিশিষ্ট মুরব্বি আদই মিয়া, মলাই মিয়া, মন্নান মিয়া, আব্দুস শুক্কুর, মানিক মিয়া ও মলিক মিয়া প্রমুখ।