জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন ও জকিগঞ্জ ইউপির চেয়ারম্যান খলিলুর রহমানসহ ¯’ানীয় গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় অবশেষে দু’জনের বিরোধ নিরসন হয়েছে। জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি সুলেমান আহমদ লস্কর ও জকিগঞ্জ ইউপি সদস্য আব্দুল মুকিতের মধ্যে সম্প্রতি সংঘটিত অনাকাঙ্কিত ও অপ্রত্যাশিত ঘটনার আপোষ মিমাংশার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। রোববার রাতে ইউপি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন জানান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিষয়টির সুরাহা হয়েছে। এখন থেকে উভয়ে নিজেদের মধ্যে সম্প্রীতি ও শ্রদ্ধা বজায় রেখে চলবেন। ফেসবুকে লেখালেখির ক্ষেত্রে সংযমী হওয়া উচিত বলে তিনি মনে করেন। বৈঠকের একজন উদ্যোক্তা আব্দুল হাকী জানান প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান আমাদের পৌর মেয়রের সাথে আলোচনার পর বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নেওয়া হয়। পা
শাপাশি অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।