জকিগঞ্জ ::
অমর একুশের চেতনাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো জকিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার ছয় দিনের ১৩তম অমর একুশে চেতনায় বই মেলা শুরু হয়েছে। সকাল এগারটায় মেলা উদ্বোধন করেন জকিগঞ্জের উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, পৌর মেয়র মো.খলিল উদ্দিন,সহকারী কমিশনার(ভ’মি)মোহাম্মদ নাহিদুল করিমসহ অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে সংগঠক জামিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্রাম আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার, ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান,বই মেলার সংগঠক আব্দুল আহাদ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুছ ছালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, সংবাদকর্মী মেহেদী হেলাল প্রমুখ। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষাথী,লেখকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ১১টি স্টল রয়েছে। বই মেলার অন্যতম উদ্যোক্তা আব্দুল আহাদ জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জকিগঞ্জ পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০৪ সাল থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা শুরু হবে । মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। মেলায় কবি মিসবাহ আজাদের লেখা‘ অলৌকিক মৌনলোক’ বইটির মোড়ক উম্মোচন করা হয়।