স্টাফ রাইটার::
জকিগঞ্জ পৌরশহর সংলগ্ন সীমান্ত নদী কুশিয়ারায় গোসল করতে গিয়ে দিলোয়ার হোসেন নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি পৌরশহরের পীরেরচক গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে । পেশায় কাস্টমসঘাটের নৌকার মাঝি। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফ রাতভর চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।
দিলোয়ারের ভাই আনোয়ার হোসেন জানায়, রবিবার রাত ৯টার সময় কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তিনি আর ফিরে আসেননি। কেউ বলছেন দেলওয়ার ভারতে চলে গেছেন আবার কেউ বলছেন তিনি নদীর জলে ডুবে গেছেন।