জকিগঞ্জ ৫.১২.২০১৭::
ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী, জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের ডিগ্রী গ্রামের আব্দুল বারী বাবুল মিয়ার পুত্র জাফরুল হোসেন মান্না সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছে। আজ সকাল ১০টার দিকে মাদারখালে মোটরবাইক চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার হয় সে। আশংকাজনক অবস্থায় সিলেট নগরীর ওয়েসিস হাসপাতালে নেয়ার পর মারা যায় মান্না। নিহতের প্রতিবেশী মুনিম আহমদ জানান, কোচিং শেষে বাড়ি ফেরার পথে দ্রুত বেগে মোটরসাইকেল চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। সদালাপি, নম্র-ভদ্র মান্নার মৃত্যুতে বিদ্যালয়সহ স্থানীয় গ্রামে শোকের ছায়া নেমে আসে।