আবিদ হাসান :
শিক্ষা ব্যবস্থার ৯৭% প্রতিষ্ঠান পরিচালনে করে এম পি ও ভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি, অথচা এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -শিক্ষক সহ সবাই বঞ্চিত । তাই, জাতীয়করণ সহ এগার দফা দাবীতে সারা দেশের ন্যায় “শিক্ষক -কর্মচারী সংগ্রাম কমিটি”র সাথে একাত্বতা ঘোষণা করে “জকিগন্জ মাধ্যমিক শিক্ষক সমিতি”র আহবানে প্রতিটি এমপিও ভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্মঘট । জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, কোষাধ্যক্ষ কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহিব্বুর রহমান জানান, “জাতীয়করণ এখন সময়ের দাবী, জাতীয়করণ হলে শুধু শিক্ষক -কর্মচারীদের লাভ হবে না বরং শিক্ষা ব্যবস্থায় বিপ্লব হবে এবং এতে সবচেয়ে বেশী লাভবান হবেন অভিভাবক ও শিক্ষার্থীরা, তিনি আরো বলেন বিনা বেতনে বা নামে মাত্র বেতনে শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারবে”