জয়নাল আবেদীন জাহেদ, সুলতানপুর ইউনিয়ন প্রতিনিধি::
জকিগঞ্জের জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে সোমবার। জানাগেছে সোমবার স্কুল ছুটির পর কয়েকজন ছাত্রী একটি টমটম যোগে বাড়ি ফিরছিলো। সকল ছাত্রী তাদের নিজেদের বাড়ীর রাস্তায় নেমে গেলে গাড়ীতে বাদেজমা গ্রামের এক ছাত্রীকে একা পেয়ে চালক সোনারগ্রামের মৃত কালা মিয়ার ছেলে নাজিম আহমদ (২২) ও তার সহযোগী নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে কাওসার আহমদ (২১) ছাত্রীটিকে পূর্ব মজলি এলাকায় রাস্তার পাশে একটি একটি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। মঙ্গলবার বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এ ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, পথসভা ও টায়ার জ্বালিয়ে সড়ক অবেরোধ করে। কর্মসূচিতে অংশ নেন এলাকার ক্ষুব্দ জনগণ ও অভিভাবকবৃন্দ।